জুন ২৬, ২০২২: নিবেদিতা গাঙ্গুলী-র লেখনী-তে

তারিখঃ ২৬শে জুন, ২০২২
স্থানঃ নিবেদিতা এবং সিদ্ধার্থ গাঙ্গুলীর বাড়ি
সভা সঞ্চালনাঃ নিবেদিতা গাঙ্গুলী
সভায় উপস্থিত সদস্য ছিলেন প্রায় উনিশ জন।
সেদিন নানা কবির লেখা নানান্ স্বাদের কবিতা পাঠে ছিলেন অচিন্ত্য কুমার ঘোষ ও রূপছন্দা ঘোষ, স্বরচিত কবিতায় সফিক আহমেদ, স্বরচিত গল্প পাঠে নিবেদিতা গাঙ্গুলী ও রুমকি দাসগুপ্ত, দুটি সুন্দর গল্প শোনালেন নীতা শেটকর এবং আলি তারেক। সাথে ছিল মৃণাল চৌধুরীর কথা ও স্বরচিত মনন শীল রচনা “ নিজেকে চেনা” যা হবে ভবিষ্যতের আলোচনার বিষয় বস্তু। সভার শেষ টুকু জমে উঠেছিল সফিক আহমেদ পরিচালিত “অনাবাসী বাঙালীর জীবন ও সাহিত্য” এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মুক্ত মনের আলোচনা।
এক কথায় সকলের উপস্থিতি নিয়ে, সাহিত্যের নানান্ রসে, স্বাদে, গন্ধে ও বর্ণে এই সভা হয়েছিল প্রাণবন্ত ও উপভোগ্য আর সভার শুরুতে চা টা এবং সভা শেষে সান্ধ্য ভোজও নেহাৎ মন্দ ছিলনা।
You should be a part of a contest for one of the best sites on the internet. I am going to highly recommend this web site!